নতুন বছরে উত্তরবঙ্গ পাচ্ছে একটি নতুন ট্রেন, খুশি এমনকি রেল যাত্রীরাও
নিজস্ব সংবাদদাতা : নতুন বছরে উত্তরবঙ্গ পাচ্ছে নতুন ট্রেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের একটি প্রস্তাবকে কেন্দ্র করে এমনই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। আর এতেই মিটতে পারে কলকাতা যাওয়ার জন্য নিউ জলপাইগুড়ি জংশন থেকে বেশি রাতে ট্রেনের দাবিও। সীমান্ত রেলের ওই প্রস্তাবটি বাস্তবের মুখ দেখা শুধু সময়ের অপেক্ষা। শুধু তাই নয়, বহরমপুর, কৃষ্ণনগর যাওয়ার বা সেখান থেকে ফিরে আসার সরাসরি ট্রেনও মিলবে। কেননা, ট্রেনটি নসিপুর সেতুর উপর দিয়ে চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। ট্রেনটির নামও ঠিক হয়ে গিয়েছে। তা হল ধুবড়ি-শিয়ালদা মদনমোহন এক্সপ্রেস। এই ট্রেনের চাকা গড়ালে তা হতে পারে নতুন বছরে উত্তরের বড় প্রাপ্তি। রেল সূত্রে খবর, সবকিছুই ঠিকঠাক হয়ে গিয়েছে। অনুমোদন শুধু সময়ের অপেক্ষা।
প্রস্তাব অনুসারে, দৈনিক ট্রেনটি ধুবড়ি থেকে ছাড়বে বিকেল সাড়ে পাঁচটায়। তুফানগঞ্জ, নিউ কোচবিহার, মাথাভাঙ্গা, নিউ চ্যাংরাবান্ধা, জলপাইগুড়ি রোড হয়ে ট্রেনটি নিউ জলপাইগুড়ি এসে পৌঁছাবে রাত ১০টা ২০ মিনিটে এবং ১০ মিনিট থাকার পর অর্থাৎ রাত সাড়ে ১০টায় ট্রেনটি এনজেপি থেকে শিয়ালদার উদ্দেশে যাত্রা করবে। রাত ৮টা ৪০ মিনিটে ছাড়া পদাতিক এক্সপ্রেসের পর এনজেপি থেকে কলকাতা যাওয়ার আর কোনও ট্রেন নেই। যার জন্য বেশি রাতে ট্রেনের দাবি করেছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানান তার আবেদন যে এত তাড়াতাড়ি বাস্তবে পরিণত হবে জানতেন না তিনি। তিনি অভিনন্দন জানালেন রেল মন্ত্রীকে।