নামমাত্র ভোট পড়েছে ভবানীপুর কেন্দ্রে , স্বাভাবিক পরিস্থিতি রাজ্যের বাকি দুই কেন্দ্রে
বেস্ট কলকাতা নিউজ : ভবানীপুর ও মুর্শিদাবাদের দুই কেন্দ্রে মূলত ভোট শুরু হয়েছে সকাল ৭টা থেকেই। এখনও অবধি শান্তিপূর্ণই বলা যায় ভোটপর্ব। কোনও খবর মেলেনি এমনকি বড়সড় অশান্তির। এর পরেওনামমাত্র ভোট পড়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। এদিকে সকাল ৯টা অবধি ভোটদানের যা হার ভবানীপুর ও মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রই সবথেকে পিছিয়ে। এদিকে ভবানীপুরে সকাল ৯টা অবধি ভোট পড়েছে ৭.৫৭ শতাংশ, জঙ্গিপুরে ১৭.৫১ শতাংশ ও সামশেরগঞ্জে ভোটদানের হার ১৬.৩২ শতাংশ। অর্থাত্ ভবানীপুরে ভোটদানের হার ৫০ শতাংশেরও কম বাকি দুই কেন্দ্রের তুলনায়। এত কেন কম ভোট পড়ল ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে সে নিয়ে।
ভবানীপুর মূলত হাইভোল্টেজ কেন্দ্র হিসেবেই পরিচিত। এমনকি এই কেন্দ্রের ওপরে গোটা বাংলার নজর রয়েছে শুরু থেকেই। এখানকার তৃণমূল প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। রাজ্য শুধু নয়, এই উপনির্বাচন যথেষ্টই তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে জাতীয় রাজনীতিতেও। কাজেই আজ সারাদিনে এই কেন্দ্রে নানা অশান্তি হতে পারে সে আশঙ্কাও করতে পারেন অনেকে। তাও এখনও স্পষ্ট নয় ভোটদানে এরও প্রভাব পড়েছে কিনা। তাছাড়াও আশঙ্কা করা হয়েছিল বৃষ্টির কারণে ভোট প্রভাবিত হতে পারে বলেও । কিন্তু আজ আর সে সমস্যা নেই। আকাশ পরিষ্কার সকাল থেকেই । জলও অনেকটাই নেমে গেছে। গতকাল থেকেই গলিপিট ক্লিয়ার ট্যাঙ্ককে কাজে লাগানো হয়েছে ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ডে জমা জল বের করার জন্য। গতকালও জলমগ্ন ছিল এমনকি বডিগার্ড লাইন লাগোয়া এলাকাও।