নিউটাউনের এক বৃদ্ধের দেহ দান করোনা গবেষণার জন্য
বেস্ট কলকাতা নিউজ : ভারতে প্রথমবার করোনা আক্রান্ত কোনও ক্যানসার রোগী গবেষণার জন্য দান করে গেলেন তাঁর দেহ ৷ মৃত ওই ব্যাক্তি ছিলেন কলকাতার নিউটাউনের বাসিন্দা ৷ শুক্রবার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটে মারা যান নির্মলচন্দ্র দাস নামে বছর ৮৯ ’র ওই বৃদ্ধ৷ সম্প্রতি তিনি আক্রান্ত হয়েছিলেন করোনায় ৷ এমনকি তিনি নিজের শেষ ইচ্ছের কথা জানিয়ে গিয়েছিলেন মৃত্যুর আগেও৷ নির্মলচন্দ্র দাসের শেষ ইচ্ছে ছিল, কীভাবে মানুষের শরীরের ক্ষতি করছে করোনা ভাইরাস এবং মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, সে বিষয়ে বিজ্ঞানীরা জানুক তাঁর দেহে গবেষণা করে৷ তাঁর সেই শেষ ইচ্ছেকে সম্মান জানিয়ে আজ নির্মলবাবুর দেহ দান করা হবে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেনসিক বিভাগে ৷
আরও জানা গিয়েছে, বিশেষজ্ঞরা নির্মলবাবুর দেহের রোগ নির্ণায়ক গবেষণা করবেন হাসপাতালের ফরেনসিক গবেষণাগারে ৷ যে গবেষণায় জানা যাবে, করোনা ভাইরাস কীভাবে ফুসফুসে ছড়িয়ে পড়ছে মানুষের শরীরে বাসা বাঁধার পর এবং কতটা ক্ষতি করছে ? যাতে এমনকি মৃত্যুও পর্যন্ত হচ্ছে একজন সুস্থ সবল মানুষের৷ পাশাপাশি, নির্মলচন্দ্র দাস একজন ক্যানসার রোগী ছিলেন ৷ ফলে জানা যাবে তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়া এবং তার প্রভাব ক্যানসারের মত মারণ রোগকে কীভাবে প্রভাবিত করছে, তাও৷