নিউটাউনের বহুতলে এক ভয়াবহ অগ্নিকান্ড , ঘটনাস্থলে পৌঁছলো দমকলের ৬ টি ইঞ্জিন
বেস্ট কলকাতা নিউজ : ভয়াবহ আগুন লাগলো নিউটাউনের আবাসিক এলাকার সিনার্জি বিল্ডিংয়ে ৷ জানা গেছে আজ সকাল সাতটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় ৷ যার জেরে এদিন স্থানীয়রা চরম আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬ টি ইঞ্জিন ।এদিন মূলত আগুন লাগে সিনার্জি বিল্ডিংয়ের পঞ্চম এবং ছয়তলায় ৷ এদিকে আগুনের লেলিহান শিখাও দোতলার জিনিসপত্র একের পর এক গ্রাস করতে থাকে। কিন্তু ৫ এবং ৬ তলায় আগুন লাগার কারণে, দমকলকর্মীদের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলে আগুন নিয়ন্ত্রণের কাজ ৷ এদিকে বিল্ডিংয়ের কাঁচ ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন দমকলকর্মীরা ৷ পাশাপাশি, ঝোড়ো হাওয়ার কারণে আশেপাশে আগুন ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে বলে জানায় দমকল কর্মীরা।

আবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ভবনের পাশেই একটি ট্রান্সফর্মার রয়েছে ৷ যার জেরে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা ৷ কারণ যে কোনও মুহূর্তে বড়সড় বিপদ ঘটতে পারে ৷ দমকলকর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে । তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ৷ দমকল বাহিনীর তরফে জানা গেছে যে বহুতলে আগুন লেগেছে তার আশপাশে বেশকিছু আবাসিক বাড়ি এবং দোকানও রয়েছে তাই পরিস্থিতি যে কোনও মুহূর্তে ভয়াবহ হতে পারে ৷

