নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে চরম বিপাকে অভিযুক্ত বিডিও , হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট
বেস্ট কলকাতা নিউজ : নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজের মামলায় ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷ সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও তা খতিয়ে না-দেখে কীভাবে নিম্ন আদালতের বিচারক অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করলেন তা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি ৷ এই মামলায় আলিপুরদুয়ারের রাজগঞ্জের অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে তাঁর বক্তব্য হলফনামা দিয়ে আদালতে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, “সোনা লুট এবং খুনের ঘটনায় যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তাতে অভিযুক্ত যে-ই হোন না কেন, এই ঘটনা পরস্পরের সঙ্গে যুক্ত ৷”

উল্লেখ্য ,গত ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি এলাকা থেকে উদ্ধার হয় বছর চল্লিশের স্বপন কামিলার ক্ষতবিক্ষত দেহ ৷ তাঁর পৈতৃক বাড়ি পশ্চিম মেদিনীপুরে ৷ সল্টলেকের কাছে দত্তাবাদে তাঁর সোনার দোকান রয়েছে ৷ পরিবারের অভিযোগ, মৃত্যুর আগের দিন অর্থাৎ ২৮ অক্টোবর স্বপনের দোকানে এসেছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ৷ স্বপনের দোকানে চুরির গয়না বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি ৷ সেই চুরির তদন্তের সূত্রে দত্তবাদের দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয় স্বপন এবং ওই বাড়ির মালিক গোবিন্দ বাগকে ৷ এর ঠিক পরদিন উদ্ধার হয় স্বপনের দেহ ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহরণ ও খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ৷ এদিকে এর মধ্যে গত ২৭ নভেম্বর বারাসাত আদালতে আগাম জামিন পেয়ে যান অভিযুক্ত বিডিও প্রশান্ত ৷ তাঁর এই আগাম জামিনে ক্ষোভ প্রকাশ করে নিহত ব্যবসায়ী স্বপন কামিলার পরিবার ৷

