নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার হাওয়া তরুণীদের ক্রমাগত ফোনে হুমকি, আতঙ্ক ছাড়ালো পরিবারের মধ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : নিউ জলপাইগুড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেস থেকে তরুণী উদ্ধার কাণ্ডে রহস্য ক্রমশ বাড়ছে। এদিকে অভিযোগ ওঠে তরুণীরা উদ্ধার হওয়ার পরেই তাঁদের বাড়িতে ফোন করে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে চক্রের মাথারা। ইতিমধ্যে ময়নাগুড়ি এলাকার এক তরুণীর পরিবারকে ফোন করে হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই এক চরম আতঙ্কে রয়েছে ওই তরুণীর পরিবার। অবশেষে তারা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এদিকে, শিলিগুড়ির ভবেশ মোড়ের কাছে একটি বাড়িভাড়া নিয়ে কেন্দ্রীয় সরকারি স্কিম দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার বোর্ড টাঙিয়ে অবৈধ প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল ওই তরুণীদের। প্রশিক্ষণের নামে স্পায়ের কাজ এবং রিসেপশনিস্টের কাজ শেখানো হত তাঁদের। প্রতি মাসে এক লক্ষ টাকা বাড়িভাড়া দেওয়া হতো বলে খবর পাওয়া গেছে। আতঙ্কিত অভিভাবকেরা জানায় এই ধরনের হুমকি ফোন আসার পরে তারা প্রচন্ড আতঙ্কের মধ্য দিয়ে চলেছেন। বাইরে বের হতে পারছেন না, না পারছেন কোন কাজ করতে। বয়স্করা এবং বাচ্চারা ভয়ে তঠস্থ হয়ে আছে। তরুণীরা ভয়ে কোন ফোন ধরছেন না, কেউ বাড়িতে আসলে ভয় দেখা করতে চাইছেন না। পুলিশের তরফ থেকে অবশ্য তাদের বারে বারে আশ্বস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *