নিক্কো পার্কে রহস্যমৃত্যু ১ কলেজ ছাত্রের, অবশেষে মুখ খুললো পার্ক কর্তৃপক্ষ
বেস্ট কলকাতা নিউজ : নিক্কো পার্কে মর্মান্তিক ঘটনা। রহস্যমৃত্যু এক কলেজ ছাত্রের। ‘নায়াগ্রা’ নামক রাইডে স্নান করার সময়ে আচমকাই অচৈতন্য হয়ে পড়েন ওই ছাত্র, হাসপাতালে নিয়ে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিক্কো পার্ক কর্তৃপক্ষের বক্তব্য, কোনও দুর্ঘটনা নয়, অসুস্থতার কারণেই মৃত্যু। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবকের নাম রাহুল। তিনি উল্টোডাঙার বাসিন্দা। নিক্কো পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সকাল ১১ টা নাগাদ নিক্কো পার্কে ঘুরতে আসেন উল্টোডাঙার বাসিন্দা বছর আঠেরোর রাহুল। জানা গেছে রাহুলের সঙ্গে তাঁর একাধিক বন্ধু-বান্ধবীও ছিলেন। তাঁরা নিক্কো পার্কের ওয়াটার পার্কে শাওয়ার নিচ্ছিলেন। তখনই অসুস্থ হয়ে পড়েন রাহুল।

তাঁকে তড়িঘড়ি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এদিকে ঘটনার তদন্তে নামে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। এদিন নিক্কো পার্কের HR- ভাইস প্রেসিডেন্ট সুমিত দত্ত বলেন, “চারটে ছেলে, তিনটে মেয়ে এসেছিল। কলেজের ছাত্র হবে। তারা নায়াগ্রার ফার্স্ট ফ্লোরে শাওয়ার নিচ্ছিল। তখনই এক জনের মাথা ঘুরে যায়, ওখানেই বসে পড়ে। বাকি বন্ধুরাই ওকে ধরে নামাচ্ছিল। তখনই আমাদের কর্মীদের নজরে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পালস রেট কম ছিল, সেন্স ছিল না। সঙ্গে সঙ্গেই আমাদের অ্যাম্বুলেন্সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দেখে বলেন মৃত্য়ু হয়েছে। ”