নিজের জয়ী ওয়ার্ডে অংকন প্রতিযোগিতার আয়োজন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : এই ওয়ার্ড তার নিজের না হলেও এই ওয়ার্ড থেকে ভোটে দাড়িয়ে তিনি জয়লাভ করেছিলেন। সেই ৩৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব এর অঙ্গ হিসাবে এক অংকন প্রতিযোগিতার আয়োজন করেছিলেন মেয়র গৌতম দেব। এই প্রতিযোগিতা হয়েছিল শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে। এই অংকন প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল মূলত প্রতিযোগিতা এবং প্রতিযোগীরা।
মেয়র গৌতম দেব এদিন জানান , আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রতিযোগীদের উৎসাহ দিলাম। আর নিজে জানি এই অংকন প্রতিযোগিতা কতখানি জনপ্রিয় হতে পারে। আমার শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো সকল প্রতিযোগী এবং প্রতিযোগীনির জন্য। রেকর্ড পরিমানে উৎসাহী অংকন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তাদের সবার জন্য থাকলো শুভেচ্ছা এবং শুভকামনা। এই দিন মোট তিনটি বিভাগে অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং রেকর্ড প্রতিযোগী অংশ নেন এই প্রতিযোগিতায়। সফল প্রতিযোগিদের এদিন পুরস্কৃতও করেন মেয়র গৌতম দেব।