নিজের বিলাসবহুল জীবনযাপনের জন্য মায়ের অনুপস্থিতিতে নিজের বাড়িতেই চুরি, পুলিশের তদন্তে গ্রেফতার মেয়ে সহ ২ জন
শিলিগুড়ি : মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই সুযোগে আলমারি থেকে মায়ের গয়নাই চুরি করল মেয়ে। মেয়ে সোমা বিশ্বাস মা অসুস্থ থাকার সময় মায়ের আলমারি থেকে সোনা চুরি করে বিক্রি করল শিলিগুড়িতে। সেই সোনার দোকানের মালিককেও অবশেষে গ্রেফতার করে পুলিশ। সোমা জানিয়েছে তার বন্ধুদের কাছে দামি মোবাইল এবং অন্যান্য দামি জিনিস ছিল। তার অনেক কিছু দরকার কিন্তু কিছু হচ্ছিল না , তাই সবকিছু একবারে কিনতে সে এই কাজ করেছে। সে আরোও জানায় সোনার গয়না এবং আংটি বিক্রি করার জন্য সে শিলিগুড়ির বিধান মার্কেটের একটি দোকানে জিনিসগুলি দেখায়। এবং সেখানেই সবকিছু বিক্রিও হয়ে যায়। তার মা অসুস্থ হয়ে চারদিন হাসপাতালে ছিলেন। ফিরে এসে দেখেন তার সোনার হার এবং আংটি নেই। তখনই মা থানায় ডায়েরি করেন, এবং পুলিশ এসে তদন্ত করার আগেই মেয়ে পালিয়ে যায় বাড়ির থেকে। অবশেষে তাকে চেষ্টা করে হাজতে ঢোকায় পুলিশ। এই ঘটনায় চরম অবাক তার মাও , তার মেয়ে যে এই ঘটনা ঘটাবে তিনি ভাবতে পারেননি বলেও জানায় তার মা।
