নির্বাচন কমিশনের নজরদারিতেই বাড়িতে থেকেই ভোট পরিচালনা করছেন অনুব্রত মন্ডল
বেস্ট কলকাতা নিউজ : সকাল থেকেই অনুব্রত মন্ডলের উপর নজরবন্দি বহাল রাখল নির্বাচন কমিশন। আজ সোমবার সকাল ৬টা অর্থাৎ ৪ র্থ দফার ভোটগ্রহণ পক্রিয়া শুরুর এক ঘন্টা আগে থেকেই নজরবন্দি করা রয়েছে অনুব্রত মণ্ডলকে । তিনি নজরবন্দী আওতায় থাকবেন মঙ্গলবার ভোর পর্যন্ত ৷ সেই মোতাবেক সকাল থেকেই তাঁর বাড়ির সামনেটহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । রয়েছেন ম্যাজিস্ট্রেট পর্যায়ের এক অফিসারও। অনুব্রত মন্ডলের ফোনও ইতিমধ্যে কেড়ে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, বাড়ি থেকে অনুব্রত মন্ডল যেখানে যাবেন সেখানে তাঁকে অনুসরণ করবে কমিশনের আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্স। এমনকি সমগ্র প্রক্রিয়ারও ভিডিওগ্রাফী করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে ।তবে জানা যাচ্ছে অনুব্রত মন্ডলএ খনও পর্যন্ত বাড়িতেই রয়েছেন। সেখান থেকে বসেই বীরভূম-বোলপুর লোকসভা আসনে মমতা ঘনিষ্ঠ এই জেলা সভাপতি ভোট মনিটরিং করছেন।
প্রসঙ্গত, অনুব্রতর উপর নজরদারি চালাতে একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন ৷ বীরভূম জেলার ভোটের দায়িত্বে থাকা পর্যবেক্ষক এর নেতৃত্বে একটি বিশেষ কমিটিও তৈরি করা হয়েছে। অভিযোগ,বীরভূমে অনুব্রত মণ্ডল মানে সকলের কাছেই আতঙ্ক ৷ বীরভূম জেলা সভাপতি হওয়ার সুবাদে অনুব্রত সমগ্র জেলাটাই নিজের হাতের মুঠোয় রেখেছেন ৷ রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপিও তাঁর বিরুদ্ধে নিত্য নতুন অভিযোগ জানিয়ে আসছেন কমিশনে৷ অনুব্রতর একাধিক মন্তব্যে ইতিমধ্যেই জেরবার হয়ে নির্বাচন কমিশন তাঁকে শোকজও করেছে৷ কিন্তু কে কার কথা শোনে ! অনুব্রত ছিলেন নিজের দাপটেই৷