নেতাজি জীবিত না মৃত? – কলকাতা হাইকোর্ট ৮ সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিলো মোদী সরকারকে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্ট গুরুত্বপূর্ন নির্দেশ দিলো নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে। তাঁর আদর্শে অনুপ্রাণিত, উদ্বুদ্ধ বলে দাবি করা জনৈক ব্যক্তি আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন নেতাজি জীবিত না মৃত, জানতে চেয়ে। তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৮ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিল।
নেতাজি সুভাষ চন্দ্র বসু কি বেঁচে রয়েছেন? নাকি বহু আগেই তাঁর মৃত্যু ঘটেছে? এবার এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল নেতাজি সম্পর্কিত এমনই রিপোর্ট জমা দিতে। এই নির্দেশের ফলে ‘নেতাজি’ অস্বস্তি কিছুটা বাড়ল কেন্দ্রের। নেতাজি সম্পর্কিত কিছু ফাইল প্রকাশ করা হলেও কোন ফাইল প্রকাশ করা হয়নি তাঁর মৃত্যু কিংবা বেঁচে থাকা নিয়ে। এবার সেই তথ্যই মোদি সরকারকে হাইকোর্টে জানাতে হবে।
জনস্বার্থ মামলাকারী হরেন বাগচির তরফে আদালতে আবেদনে আরও বলা হয়, ভারতীয় মুদ্রায় গান্ধীজি রয়েছে। কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর অবদানও কম কিছু নয় গান্ধিজির তুলনায়। তাই মুদ্রায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবিও থাকা উচিৎ। আদালত কেন্দ্রকে হলফনামা দিতে বলেছে সেই বিষয়েও।