নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবস পালন করা হলো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস অফিসে
শিলিগুড়ি : আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবস। কনকনে ঠান্ডার মধ্য শহর শিলিগুড়িতে পালন করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এর মুখ্য কার্যালয় এ জেলা সভাপতি পাপিয়া ঘোষ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন।
জাতীয় পতাকা উত্তোলন করে জেলা সভাপতি জানান, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম সোনার অক্ষরে লেখা থাকবে। তার নাম শুনলেই , এবং তার নাম পড়লেই শরীরে যেন এক শিহরণ জাগে। আমরা খুব ভাগ্যবান এই বীর সেনানায়কের জন্মদিন পালন করতে পারছি। কত ত্যাগ কত কষ্ট স্বীকার করে, তিনি দেশকে স্বাধীনতা দিতে ব্রতি হয়েছিলেন কিন্তু তা চোখে দেখতে পারেনি, আমরা আকৃষ্ট হয়েছি তার প্রতি। তার চেহারা তার দীপ্তিময় চেহারা, মুখ যে আমি দেশকে স্বাধীন করবোই এ যেন এক অনন্য গাঁথা আমাদের কাছে। আজকে তার জন্মদিন, তার প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায় তার দেখা পথকে অবলম্বন করে এগিয়ে চলা। তিনি তার কাজের মধ্য দিয়ে মানুষের মধ্য বেঁচে থাকবেন জেগে থাকবেন। জেলা তৃণমূল অফিসের মুখ্য কার্যালয় এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার সকল সদস্য এবং সমর্থকেরা। জাতীয় সংগীত গেয়ে জেলা সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন তারা।