নোংরা রাজনীতি চলছে আনিস খানের মৃত্যু নিয়ে, মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখার আর্জি রহিম নবীর
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য একরকম উত্তাল আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে। এখনও অভিযুক্তরা অধরা চার দিন কেটে গেলেও। ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠিত হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশেই। তবে আনিসের বাবা এখনও অনড় সিবিআই তদন্তের দাবিতেই। এমনকি তিন জন পুুলিশকর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে আনিস মৃত্যু কাণ্ডে। তারা হলেন এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম, হোমগার্ড কাশীনাথ বেরা। প্রাথমিক তদন্তে আরও উঠে এসেছে, যেদিন আনিসকে হত্যা করা হয়, সেদিন পুলিশই গিয়েছিল ওই ছাত্রনেতার বাড়িতে।
নোংরা রাজনীতি চলছে আনিস খানের মৃত্যু নিয়ে। যখন মুখ্যমন্ত্রী মাথার উপর আছেন তখন এটা নিয়ে অহেতুক ভাবার কিছু নেই।তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আজ ( বুধবার) প্রাক্তন ফুটবলার ও তৃণমূল নেতা রহিম নবী এই মন্তব্য করলেন আসন্ন পুর নির্বাচনে বর্ধমানের ১৪নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদারের প্রচারে এসে। রহিম নবী ছাড়াও প্রচারে দেখা যায় আলভিটো ডি’কুনহা, দীপঙ্কর এবং মেহতাবদের। তাঁরা জনসংযোগ বাড়াতে একটি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন এলাকাবাসীদের সঙ্গেও।