নোবেল লরিয়েট নন অমর্ত্য সেন, উনি নোবেল প্রাইজ পাননি, বিতর্কিত মন্তব্য বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর
বেস্ট কলকাতা নিউজ : অমর্ত্য সেন নোবেল লরিয়েট নন, উনি নোবেল প্রাইজ পাননি। উনি নিজে দাবি করেন নোবেল প্রাইজ পেয়েছেন বলে।’ জমি বিতর্কের মাঝে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । একদিকে যখন অমর্ত্য সেন দাবি করেছেন, তিনি জমি-বিতর্ক নিয়ে খুব বেশি মাথা ঘামাতে নারাজ, তার মধ্যে নিজের বক্তব্যে অনড় রইলেন বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর দাবি, এমন দলিলপত্র রয়েছে, যা থেকে অমর্ত্য় সেনের জমি দখলের বিষয়টির প্রমাণ সামনে আসতে পারে। তিনি আরও দাবি করেছেন, শুধু অধ্যাপক সেনই নন, এমন আরও অনেক বিখ্যাত ব্যক্তি আছেন, যাঁরা জমি দখল করেছেন। কাদা ছোড়াছুড়ি না করে সামনা-সামনি আলোচনা করার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার জমি বিতর্ক প্রসঙ্গে কথা বলতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে উপাচার্য বলেন, ‘অমর্ত্য সেন নোবেল লরিয়েট নন। আপনারা হয়ত জানেন, উনি নোবেল প্রাইজ পাননি। উনি নিজেকে দাবি করেন নোবেল প্রাইজ পেয়েছেন বলে।’ উপাচার্যের ব্যাখ্যা, নোবেল প্রাইজের যে ডিড বা দলিল প্রাথমিকভাবে তৈরি হয়েছিল, সেখানে ৫টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়ার কথা বলা হয়েছিল। পদার্থবিজ্ঞান, রসায়ন, মেডিসিন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল।