নয়া মোদী সরকার দরিদ্র পরিবার গুলিকে গ্যাস সিলিন্ডার দিতে চলেছে মাত্র ১৮০ টাকায়
বেস্ট কলকাতা নিউজ : আবার ও নতুন করে বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিলো মোদী সরকার। গ্যাস পৌঁছে দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে কোটি কোটি পরিবারের কাছে ।২০১৯-এর লোকসভা নির্বাচনে জয়লাভের পর ফের আবার একবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে নরেন্দ্র মোদির নেতৃতাধীন বিজেপি। বিজেপি তথা এনডিএ-র সাফল্যের পেছনে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের আস্থা বা ভোটই রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক দের একাংশ।
তাই ক্ষমতায় ফিরেই ফের গ্রামীণ ভারতের দরিদ্র পরিবারগুলিতে রান্নার গ্যাস পৌঁছে দিতে উদ্যোগ নিতে চলেছে মোদী সরকার। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনা প্রকল্পের আওতায় নতুন ৮ কোটি রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার পাশাপাশি দরিদ্র পরিবারগুলিতে ১৪.২ কেজির পরিবর্তে ৫ কেজির গ্যাস সিলিন্ডার দেওয়ার কথাও চিন্তা করছে কেন্দ্রীয় সরকার।৫ কেজির গ্যাস সিলিন্ডার ২৬০ টাকায় কিনলে সরকারি ভর্তুকি পাওয়া যাবে ৮০ টাকা। অর্থাত্, ৫ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১৮০ টাকা। আগামীদিনে দেশের দরিদ্র পরিবারগুলি যাতে অনায়াসে এই গ্যাস কিনতে পারে সেটাই নিশ্চিত করতে চলেছে মোদী সরকার।