পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হল বৈষ্ণোদেবী মন্দিরে ,গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
বেস্ট কলকাতা নিউজ : চরম দুঃসংবাদ এলো বর্ষবরণের রাতেই । ১২ জনের মৃত্যু হল কাটরার বৈষ্ণোদেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করে । এমনকি তিনি মৃতদের পরিবার পিছু ২লক্ষ ও আহতেদের ৫০ হাজার আর্থিক সাহায্যের ঘোষণা করেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ।
মূলত জম্মু-কাশ্মীরের ত্রিকুটা পাহাড়ে অবস্থিত বৈষ্ণোদেবীর মন্দিরে ভক্তদের ঢল নেমেছিল নতুন বছর উপলক্ষে। রাত ২টো ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং সংবাদ সংস্থা এএনআইকে জানান । প্রাথমিক তদন্তে জানা গেছে, মন্দির চত্বরে কথা কাটাকাটি হয় দর্শনার্থীদের দুই দলের মধ্যে । এরপরই শুরু হয় ধাক্কাধাক্কি সেখান থেকেইএই অঘটন ঘটে বলে জানান তিনি। ঘটনাস্থলে পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাতা বৈষ্ণদেবী নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।