পরিকল্পনা বানচাল হল চিতা-রেড পাণ্ডার চামড়া পাচারের , ৩ জন গ্রেফতার বনদফতরের কর্মীদের হাতে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে বানচাল হয়ে গেল চিতাবাঘ ও রেড পাণ্ডার চামড়া পাচারের পরিকল্পনা। জলপাইগুড়ি থেকে ৩ অভিযুক্ত ধরা পড়ল বনদফতরের হাতে ।ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয় জলপাইগুড়ি বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা থেকে , জানা গেছে তারা তিনজনই নেপালের নাগরিক। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ টি রেড পান্ডার চামড়া এবং একটি চিতাবাঘের চামড়া । নেপাল থেকে আনা ওই চিতাবাঘ ও রেড পাণ্ডার চামড়া শিলিগুড়ি হয়ে পাচার করা হত ভুটানে। গোটা বিষয়টি বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীদের কানে যায়।
জলপাইগুড়িতে বনকর্মীদের তিনজনকে দেখে সন্দেহ হয় ।সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয় আর তারপরই তাদের কাছ থেকে পাওয়া যায় একটি চিতাবাঘ ও দুটি রেড পাণ্ডার চামড়া। জানা গিয়েছে, প্রায় ৩০ লক্ষ টাকার বিনিময়ে এই পাচার হচ্ছিল । ঘটনাস্থল থেকেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয় ।