পরিচয় ডেটিং অ্যাপে , গ্রাহকের সঙ্গে ব্যাংক ম্যানেজারের ৬ কোটির জালিয়াতি প্রেমিকার জন্য
বেস্ট কলকাতা নিউজ : এক ব্যাংক ম্যানেজার হাবুডুবু ডেটিং অ্যাপে আলাপ হওয়া মহিলার প্রেমে৷ খোদ ব্যাংক ম্যানেজারই এক গ্রাহকের সঙ্গেই আর্থিক জাতিয়াতি করে বসলেন প্রেমিকার জন্য ৷ ৫০০ বা ১০০০ টাকা নয়, আপনার চোখ কপালে উঠতে পারে জালিয়াতির অঙ্ক শুনলে পরে ৷ অভিযোগ, হরিশংকর নামের ওই ব্যাংক ম্যানেজার গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি টাকার জালিয়াতি করেছেন প্রেমিকাকে সাহায্য করতে ৷ অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে ।
এদিকে পুলিশ জানিয়েছে, ৪ মাস আগে একটি ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলেন ইন্ডিয়ান ব্যাংকের হনুমান্থনগর শাখায় ব্যাংক ম্যানেজার হরিশংকর ৷ ক্রমে তার এক মহিলার সঙ্গে আলাপ জমে৷ সম্পর্ক গাঢ় হয় ৷ এমনকি ফোন নম্বরও বিনিময় হয় ৷ ফোনে, দু’জনের মেসেজেও কথাবার্তা চলতে থাকে৷ এরই মাঝে একদিন ওই মহিলা হরিশংকরের কাছে কিছু আর্থিক সাহায্য চান৷ তাঁকে ১২ লাখ টাকা দেন হরিশংকর৷
জানা গিয়েছে, এরপর ওই মহিলা হরিশংকরের কাছে আরও টাকা দাবি করেন৷ কিন্তু সে জালিয়াতির আশ্রয় নেয় তার কাছে অত টাকা না-থাকায়৷ অনীতা নামে ব্যাংকের এক গ্রাহকের এফডি অ্যাকাউন্টে জালিয়াতি করে হরিশংকর ওই মহিলাকে ৬ কোটি টাকা দিয়ে দেন৷ চলতি বছরের মে মাসের ১৩ থেকে ১৯ তারিখের মধ্যে ওই ব্যাংক ম্যানেজার এই জালিয়াতি সারেন৷ এরপর গোটা বিষয়টি ধরা পড়ে ব্যাংকের অন্তর্তদন্তে৷ পুলিশ অবশেষে হরিশংকরকে গ্রেফতার করে৷
জানা গিয়েছে, অনীতা নামে ওই গ্রাহক সম্প্রতি কাগজপত্র জমা দেন ব্যাঙ্ক থেকে ৭৫ লক্ষ টাকা লোন নেওয়ার জন্য৷ সেই কাগজ, নথিপত্র জাল করেই ওই ব্যাংক ম্যানেজার ওই বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেন ৷ অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে৷ তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে জালিয়াতি-সহ একাধিক ফৌজদারি ধারায়৷