পর্যটকদের অনাবিল ভরসা দিচ্ছে সুভাষ সরকারের টি লিফ রিসোর্ট
শিলিগুড়ি : শিলিগুড়ির এন জেপী ষ্টেশন থেকে মাত্র কুড়ি মিনিটের রাস্তা।সুভাষ সরকারের টি লিফ রিসোর্ট।দশ বছর আগে তৈরী তার এই শান্তির কুটির এখন পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্রাম কেন্দ্র।সবুজে মোড়া এই Tea leaf resort এ গেলেই চারিদিক থেকে সবুজ পরিবেশ ঘিরে ফেলবে যে কোন পর্যটককেই।একেবারেই শান্ত পরিবেশে আপনার মনে হবে দুদিন আরো থেকে যাই।বয়ষ্ক এবং ছোটদের পক্ষে তো প্রচণ্ড আকর্ষনীয় জায়গা এই টি লিফ রিসোর্ট।কোন গাড়ির আওয়াজ পাবেন না,কোন চেচামেচি পাবেন না,কোন রকমের গন্ডোগোল তো প্রায় নেই বললেই চলে।দাম একেবারেই মধ্যবিত্তের নাগালের মধ্যে। একসাথে চার পাচ পরিবারের জন্য অসাধারন বিশ্রামের জায়গা এটি।সুভাষ সরকার নিজে জানালেন এই রিসোর্ট আমার শরীরের একটা অংশ।তাই এই রিসোর্ট যদি ভালো থাকে আমিও ভালো থাকবো।করোনার কারনে অনেকদিন সমস্যা ছিল,তবে মানুষ আসছেন এখানে থাকছেন।এই রিসোর্টকে সবাই ভালবাসুক এটা দেখেই আমি আনন্দ পাব এমনটাই জানালেন সুভাষ সরকার।
তিনি আরো জানান যারা একবার এখানে এসেছেন এবং ঘুরে গেছেন তারা আবার নিজেরাই আমাকে ফোন করে চলে আসছেন। আমাদের এই রিসোর্ট এ যদি আপনি সন্ধ্যায় কোনদিন থাকেন তবেই আপনি বুঝতে পারবেন কতখানি ভালো পরিবেশ আপনি পাচ্ছেন। বাইরে বসে গান শোনা অথবা খেলা দেখা একেবারেই এই ধরনের মনোরম পরিবেশে সত্যি ভাবাই যায় না। সেই তুলনায় আমাদের খরচ কিন্তুু একেবারেই কম। টি লিফ রিসোর্ট এ আপনি আপনার মনোরঞ্জনের সবকিছু পাবেন একবার ঘুরে গেলৈই এমনটাই জানালেন সুভাষ সরকার।