পর্যটকদের জন্য খুশির খবর! দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম নিল দুই স্নো লেপার্ড শাবক
দার্জিলিং : পর্যটকদের জন্য খুশির খবর!দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম নিল দুই স্নো লেপার্ড শাবক। এদিন সকালে ওই চিতা জন্ম দিল দুই সন্তানের। দার্জিলিং এর এই চিড়িয়াখানা বিশ্ব বিখ্যাত চিড়িয়াখানা। বহু মানুষ আছেন যারা চিড়িয়াখানায় আসতে প্রচন্ড পছন্দ করেন। তবে এদিন এই চিড়িয়াখানা আরো বিখ্যাত হল দুই চিতা সবকের জন্ম দেওয়াতে। এদিন দুপুরে খবর পাওয়া যায় মা ও সন্তান দুজনেই ভালো আছে। এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় আপাতত ওদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ওদের দেখতে দুদিন সময় লাগবে বলে।
