পর্যটকদের মধ্যে আকর্ষন ক্রমশ বাড়ছে মিরিককে নিয়ে, জনপ্রিয়তা ঠিক দার্জিলিং এর পরেই
নিজস্ব সংবাদদাতা : মিরিক শিলিগুড়ি থেকে সাড়ে তিন ঘন্টা লাগে যেতে। আর এই পাহাড়ী জায়গাকে নিয়েই প্রচণ্ডভাবে আগ্রহী পর্যটকেরা। বিকেল তিনটে বাজলেই অন্ধকার আর সকাল দশটা না হলে বাইরে বের হন না অনেকেই। এই মাত্র কয়েক ঘন্টার মধ্যে সবাইকে সব কাজ করতে হয়। তবে জনপ্রিয়তার দিক থেকে এই পাহাড়ী ঘেরা শহরকে ভালোবেসে ফেলেছেন অনেক বাইরের পর্যটকেরা। মিরিকের পাহাড়ী আবহাওয়া এবং মিরিকের লেক মানুষের আকর্ষন বাড়িয়ে তুলেছে অনেকটাই। মিরিকের লেক দেখতে সবচাইতে বেশী ভীড় করেন বিদেশী পর্যটকেরা। নৌকা বিহার এবং হাসের সাতার কাটা বিখ্যাত এখানে। মিরিকের সৌন্দর্য বলতে এই দুটোই প্রধান। সবচাইতে বড় কথা মিরিক এমন একটা জায়গা যেখানে নীরবতা প্রধান আকর্ষন মানুষের। নাহলে এত দুরে কজন আসেন কিংবা আসবেন। পর্যটকেরা এসে যে এখানে খুব একটা ঘুরে বেড়ান সেটাও ঠিক নয়। সবাই নিজেদের শান্তি খুজতেই এখানে আসেন। আর হয়ত সেই কারনেই মিরিক পর্যটকদের মনের অন্দরে জায়গা করে নিয়েছে। শিলিগুড়ি থেকে বেশ কিছুটা দুরেই পাওয়া যায় মিরিকের টিকিট। তাই শিলিগুড়িতে এসেই সবাই খোজ করেন মিরিকের বাস কিংবা অন্য গাড়ির। তাই দার্জিলিং এর পরেই মিরিককে খোজেন পর্যটকেরা।