পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে মাটিগাড়াতে অনুষ্ঠিত হলো একদিনের ক্রিকেট প্রতিযোগিতা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম গৃহ শিক্ষক কল্যাণ সমিতি ( WBPTWA ) এর দার্জিলিং জেলা কমিটির পরিচালনায় আয়োজন করা হয়েছিলো শিলিগুড়ি ইউনিটের সঙ্গে শিবমন্দির – মাটিগাড়া ইউনিটের তিন সিরিজের একটি ক্রিকেট টুর্নামেন্টের। খেলার শুরুর আগে খেলোয়ারদের সাথে পরিচিত হলেন উত্তরবঙ্গের বিশিষ্ট অগ্রিও শিক্ষক এবং প্রাক্তন রাজ্য সম্পাদক পল্টন পাত্র।এদিন সকাল সাড়ে সাতটা থেকে এই সিরিজের শেষ অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের খেলা আয়োজন করা হয় । প্রাক্তন রাজ্য সম্পাদক পল্টন পাত্র জানান এর পূর্বে আমরা ২০১৭ সালেও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম । আজকের চূড়ান্ত পর্যায়ের খেলায় শিলিগুড়ি ইউনিট জয়ী হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে শিবমন্দির – মাটিগাড়া ইউনিট ১৬ ওভারে ১০৭ রান করে । শিলিগুড়ি ইউনিট ১৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুলে জয়ী হয় । কিন্তু শিবমন্দির – মাটিগাড়া ইউনিট ২ – ১ সিরিজ জয়লাভ করে। তিনি আরোও জানান আমরা গৃহ শিক্ষকদের তরফ থেকে সমাজের মানুষের কাছে বার্তা দিতে চাই , যাতে গৃহ শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে খেলাধুলাতেও যাতে একটি ঐক্যের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে । এছাড়াও আমরা এবং ছাত্রছাত্রীরা খেলাধুলার মাধ্যমে সকলে যেনো সুস্বাস্থ্যের অধিকারী হই সেই দিকটিও তুলে ধরতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *