পশ্চিমবাংলা এখন দুর্নীতির স্বর্গরাজ্য বাগডোগরা বিমানবন্দরে এসে ঠিক এই ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা : বাংলার মানুষ এখন চরম দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন, দুর্নীতিতে ছেয়ে গেছে বাংলা, বাগডোগরা বিমানবন্দরে এসে ঠিক এই ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রীর নেতা মন্ত্রীরা টাকা পয়সার উপরে বসে আছেন, আজ সাধারণ মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে, আর মুখ্যমন্ত্রী সব যেন চুপ করে বসে আছেন, এইভাবে কতদিন চলবে? আর জি কর ঘটনাকে নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর, তিনি জানালেন মুখ্যমন্ত্রীর এত তাড়া কিসের? কার কি শাস্তি হবে সেটা তো আদালত বুঝবে, উনি কে? নির্ভয়া র মা তো ঠিকই বলেছেন, মুখ্যমন্ত্রীকে অত চিন্তা করতে হবে না, আসল অপরাধী কারা? মুখ্যমন্ত্রী সবকিছু জেনেও চুপ করে আছেন, এ রাজ্যে সবই গেছে, স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসংস্থান সব শুন্য।শুভেন্দু অধিকারী এদিন আরো জানান রাজ্যে চাকরি নেই, অযোগ্যরা চাকরি পেয়ে বসে আছেন, আর যোগ্যরা ঘুরে বেড়াচ্ছেন, সোনার বাংলার অবস্থা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, এদিন শুভেন্দু অধিকারী কে বাগডোগরা অভ্যর্থনা জানাতে উপস্থিত হন , দার্জিলিং জেলা বিজেপির সদস্য এবং সমর্থকেরা। উপস্থিত ছিলেন নান্টু পাল, এবং শিলিগুড়ির বিজেপি কাউন্সিলরেরা।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)