পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত, জয়ের আনন্দে ব্যাপক উচ্ছাস শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি: পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি অবশেষে গুঁড়িয়ে দিল ভারত। জয়ের আনন্দে এদিন বিজেপি নেতা নান্টু পালের নেতৃত্বে ব্যাপক উচ্ছাস ছড়িয়ে পড়লো শহর শিলিগুড়িতে। এদিন তিনি জানালেন গোটা ভারতবর্ষের কাছে এটা একটা আনন্দের দিন। অবশেষে যোগ্য জবাব দিল ভারত। আমরা পরম গর্বিত আমাদের সেনাবাহিনীকে নিয়ে। স্যালুট জানাই ইন্ডিয়ান আর্মিকে।
