পাখিদের তৃষ্ণা মেটাতে জলের পাত্র রাখবার ব্যাবস্থা সেচ্ছাসেবী সংগঠনের তরফে
নিজস্ব সংবাদদাতা : পাখিদের তৃষ্ণা মেটাতে জলের পাত্র রাখবার ব্যাবস্থা সেচ্ছাসেবী সংগঠনের। আজকে তারা নিজেরা দায়িত্ব নিয়ে এই কাজ শুরু করল। ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলের বেশ কয়েকটি গাছে জলের পাত্র বেধে দেন সেচ্ছাসেবী সংগঠনের বারোজন সদস্য। তারা জানান পাখিদের প্রতিবছরই এই সমস্যা হয়। বিশেষ করে গরমকালে পাখিদের প্রচণ্ডভাবে সমস্যা তৈরী হয় জল খাওয়া নিয়ে। অনেকেই এই পাখিদের বিরক্ত করেন যেটা একেবারেই কাম্য নয়। আমরা চেষ্টা করব আরো কয়েকটি গাছে জলের পাত্র রাখার ব্যাবস্থা করা। তবে আমাদের একার পক্ষে এই কাজ কোনভাবেই করা সম্ভব নয়। আমরা চেষ্টা করব বা অনুরোধ করব অন্য সেচ্ছাসেবী সংগঠনের কাছে যাতে তারাও এই উদ্যেগ নেন। পাখিদের বাচাতে এই উদ্যেগ নেওয়া প্রচণ্ডভাবে জরুরী। আমাদের সংগঠনের তরফ থেকে প্রতিটি গাছের মধ্যে রাখা পাত্রের মধ্যে জল রাখার ব্যাবস্থা করা যায়।