বিকট শব্দ সাত সকালে , ভাঙড়ের পোলট্রি ফার্ম জ্বলল দাউ দাউ করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এগরার পর এবার চরম আতঙ্ক ভাঙড়ে। বুধবার সকালে আচমকাই শোনা যায় বিকট শব্দ । তারপরই এলাকার মানুষজন বেরিয়ে এসে দেখেন এলাকার একটি পোলট্রি ফার্ম জ্বলছে দাউ দাউ করে । এদিকে স্থানীয় আইএসএফ নেতৃত্বের দাবি, ওই পোলট্রি ফার্মের ভিতরে বোমা বাঁধার কাজ চলছিল। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের তালদিঘিতে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের দাবি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। মঙ্গলবারই পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। তারপর এলাকার এভাবে পোলট্রি ফার্ম জ্বলতে দেখে আতঙ্কে ভুগছে তালদিঘির মানুষ।

আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা । কীভাবে আগুন লাগল, তার পূর্ণাঙ্গ তদন্তে নাম ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা। এগরার বিস্ফোরণের রেশ কাটেনি এখনও। তার মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ভাঙড়ের এই ঘটনায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *