পার্ক সার্কাসে ঘরের ছাদ ভেঙে মৃত্যু হল ১ বৃদ্ধার, গুরুতর আহত আরও ৩

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতায় ফের জরাজীর্ণ বাড়ির চাঙড় ভেঙে পড়ে প্রাণ হারালেন এক বৃদ্ধা (৬১ )। ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে পার্ক সার্কাস এলাকার শামসুল হুদা রোডে । এই ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছে ৷ তাদের মধ্যে একজন কিশোর ও একজন শিশু। শহর কলকাতায় জীর্ণ বাড়ি সর্বত্র মরণফাঁদ হয়ে মাথা তুলে দাঁড়িয়ে । 65 নম্বর ওয়ার্ডের 46/এইচ/ই শামসুল হুদা রোডে, আজ ভোররাতে যখন সকলেই ঘুমিয়ে ছিলেন, তখনই ঘটে যায় অঘটন ৷ আচমকাই ঘরের সিলিংয়ের চাঙড় ভেঙে পড়ে চাপা পড়েন তিনজন। আওয়াজ পেয়ে আশপাশের লোকজনের ঘুম ভাঙে ৷ ছুটে এসে তাঁরা দেখেন তিনজন চাপা পড়ে রয়েছেন। বহুতল ওই জীর্ণ বাড়ির প্রতিটি ফ্লোর যেন মরণফাঁদ । বাড়ি সংস্কার করতে বলা হয়েছিল মালিককে । তা না-করে ভিতরের একাংশে টিন লাগিয়ে দেন তিনি ।

ঘটনার খবর পৌঁছলে কড়েয়া থানা তরফে পুলিশ গিয়ে এলাকা ঘিরে দেয়। বাড়িটিতে যাঁরা ছিলেন তাঁদের বাইরে বের করে আনা হয়। এখনও কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজনকে উদ্ধার করে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাও তড়িঘড়ি শুরু হয় । রাবিয়া খাতুন, নামের বছর একষট্টির ওই বৃদ্ধার মাথায় গুরুতর আঘাত লাগে । তাঁকে সিএনএমসি হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *