পাহেলগাঁও জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দিল্লির , সমস্ত আমদানিতে নিষেধাজ্ঞা জারি ভারতের পক্ষ থেকে
বেস্ট কলকাতা নিউজ : জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও অঞ্চলে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ভারত। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আমদানি ও পণ্য পরিবহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে এবং এটি জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে জারি করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পাকিস্তান থেকে আগত বা রপ্তানি হওয়া সমস্ত ধরণের পণ্যের আমদানি, সরাসরি বা পরোক্ষভাবে, এখন থেকে নিষিদ্ধ। এ বিষয়ে কোনও ছাড় দেওয়ার প্রয়োজন হলে তা সরকারের অনুমোদন সাপেক্ষে হতে হবে।” এছাড়াও, ওয়াঘা-অটারি সীমান্ত পেরিয়ে চলা সামান্য পরিমাণ পণ্য পরিবহণ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। পাকিস্তান থেকে ভারতে আসা আমদানির বেশিরভাগ অংশই ছিল ওষুধ, ফলমূল ও তেলবীজ। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকেই এই আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং ভারত ২০০% শুল্ক আরোপ করে।