পুজোর আগেই ক্রমশ বাড়ছে দুই চাকার যান, শিলিগুড়িতে চরম সমস্যায় সাধারন মানুষজন
শিলিগুড়ি : পুজোর আগেই শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে দুই চাকার যান। শহর শিলিগুড়ি মূলত বিখ্যাত এই দুই চাকার গাড়ির জন্যই । শিলিগুড়ির হাকিম পাড়ার বিখ্যাত এক রাস্তা, যেখানে পুরো রাস্তাতেই অধিকার করে আছে দুই চাকার গাড়িগুলি। সেখানে একটি ব্যাংকও রয়েছে, তাও আবার সরকারি ব্যাংক। এমনকি ওই ব্যাংকের সামনের রাস্তাটা পুরোপুরি দখল করে থাকে দুই চাকার গাড়ি। যেখানে ঢোকা এবং বের হওয়া একরকমের চরম দুঃসাধ্যই বলা চলে। কিন্তু কে শোনে কার কথা ওভাবেই চলছে প্রতিনিয়ত।
