পুজোর আগে দার্জিলিং কে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগে প্রশাসন
দার্জিলিং : পুজো আসছে, শহরকে পরিচ্ছন্ন করা দরকার , তাই এবার কোমর বেঁধে নেমে পড়ল প্রশাসন। হ্যাঁ দার্জিলিং কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোগে দার্জিলিং পুরসভা। পুজোর সময় দার্জিলিংয়ের প্রচ্ছন্ন ইমেজ এ যাতে কোনভাবেই দাগ না পরে সেদিকে নজর রাখছে পুরসভা। পুজোর সময় যারা শৈল শহরে আসছেন, যাতে তাদের কোনোভাবেই কোন ধরনের সমস্যা তৈরি না হয় সেটা দেখতে উদ্যোগী হয়েছে প্রশাসন। অনেকেই খেয়ে যে কোন খাবার জিনিসই রাস্তায় ফেলেন কিংবা সিগারেট খেয়ে সিগারেটের খাপ রাস্তায় ফেলেন, অথবা কোন নেশা জাতীয় বা তামাকজাত কিছু খেয়ে খাবার ফেলে দেন, সেটা যাতে এবার কোনোভাবেই না হয় সেটা দেখতে করা দৃষ্টি রাখছে স্থানীয় প্রশাসন, পরিচ্ছন্ন থাকলে যে শহরের ইমেজ বাড়বে অথবা ব্যবসা বাড়বে সেটা ভালোমতোই জানে প্রশাসন। তাই নানাভাবে দার্জিলিং কে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে উদ্যোগে হচ্ছে তারা। রোজ নতুনভাবে লোক নিয়োগ করা হচ্ছে, অস্থায়ীভাবে। জানা গেছে এবারে আলোয় দার্জিলিং শহরকে আলোয় ঘিরে ফেলা হবে। রাতে যাতে কোনভাবেই পর্যটকদের অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখবে দার্জিলিং পৌরসভা। জানা গেছে খরচ বহন করবে পর্যটন দপ্তর।