পুজোর আগে বাড়তে পারে টয় ট্রেনের ভাড়া

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : যার জন্য মন আকর্ষণ পাহাড় হৃদয় খানের ভাবা খুব সম্ভবত বাড়তে চলেছে, জানা গেছে টয় ট্রেন চালানোর খরচ আর বহন করতে পারছে না রেল, এর উপরে মাঝে মাঝে বন্ধ থাকায় সমস্যা আরো বেড়েছে সবকিছু ঠিক করে পুজোর আগে টয় ট্রেনের ভাড়া বাড়িয়ে দিতে চাইছে টয়ট্রেন কর্তৃপক্ষ, এবার বহু আগে থেকেই হোটেল বুকিং হয়ে গেছে পাহাড়ে। গিজগিজ করছে গোটা পাহাড়, দার্জিলিং কালিম্পং এবং কার্শিয়ান ছাড়াও বিপর্যয় যেখানে ধারাবাহিক ব্যাপার সেই সিকিমেও মানুষ আসতে শুরু করেছেন। দার্জিলিঙে মূলত যেই জিনিসগুলোর জন্য ভিড় হয় তার মধ্যে টয় ট্রেন অন্যতম। এই টয়ট্রেন শুধুমাত্র দেশেই নয় বিদেশেও আকর্ষিত, বিশেষ করে ইউরোপিয়ানদের কাছে প্রচন্ড জনপ্রিয় এই ট্রয় ট্রেন। আফ্রিকানদের কাছে ও যদিও পাহাড়ে আফ্রিকানরাআসেন খুব কম

তবুও যারা যারা আছেন বিশেষ করে নাইজেরিয়া থেকে প্রচুর পর্যটক পাহাড়ে আসেন, তবুও টয় ট্রেনের কাছে জনপ্রিয়তা প্রচুর। রেল কর্তৃপক্ষ চাইছেন পুজোর আগে টয় ট্রেনের ভাড়া বাড়াতে। যদি এখনো সঠিক খবর পাওয়া যায়নি, তবুও ভাড়া বারবার একটা সংখ্যা থেকেই যাচ্ছে। তবে জানা গেছে বাড়ানো ভাড়া নিয়ে যাতে পর্যটকদের কোনোভাবেই সমস্যা না হয় সেটাও দেখা হবে। বিশেষ করে যারা ও পরিবার থেকে পাহাড়ে বেড়াতে আসেন তাদের জন্য। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আর দিন ১৫ এর মধ্যেই বোঝা যাবে। কারণ পাহাড়ের জনপ্রিয়তা কোনভাবেই রাশ করাতে চাইছে না কেউই। তাই ভাড়া বাড়লেও প্রজাতন্ত্রের কথা চিন্তা করেই বাড়ানো হবে বলে জানিয়েছেন তারা।

x

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *