পুরসভা বাংলায় হেডিং লেখা নিয়ে নির্দেশ দিয়েছিল অনেক আগেই , সেই নির্দেশকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে শিলিগুড়ির বেশ কয়েকটি দোকান

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : পুরসভা নির্দেশ দিয়েছিল বাংলায় হেডিং করতে হবে অথচ সেটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে শিলিগুড়ির বেশ কয়েকটি দোকান ৷ মূলত তিন মাস আগে মেয়র গৌতম দেব এ নিয়ে এক নির্দেশ দিয়েছিলেন, শিলিগুড়ি পুরসভার মধ্য বাংলায় হেডিং দিয়ে লিখতে হবে, যারা যারা হেডিং লিখবে না বাংলাতে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এদিকে শিলিগুড়ি পুরসভাতে এ নিয়ে বেশ কিছু অভিযোগ পত্র জমা পড়েছিল, এমনকি ” টক টু মেয়র ” সেখানেও ইংরেজি হেডিং লেখা নিয়ে জমা পড়েছিল অভিযোগ পত্র।

এমনকি শিলিগুড়ি বিধান মার্কেটের অধিকাংশ দোকান বাংলায় হেডিং এর বোর্ড লিখলেও অনেক দোকানে এখনও ইংরেজিতে বোর্ড লাগানো আছে।। জিজ্ঞেস করলে বলা হচ্ছে, এইতো করব। অনেকে আবার এও জানান ঠিক নববর্ষের সময় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এখনো ১০০ শতাংশ দোকানে বাংলায় বোর্ড লাগানো হয়নি। বিরোধীরা অন্যদিকে কটাক্ষ করে বলছে মেয়রের নির্দেশ কেউ মানে না। এই পুরবোর্ডের কথা এবং নির্দেশের উপর মানুষের কোনো ভরসা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *