পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, শুরু হল ব্যাপক শোরগোল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পুরীর জগন্নাথ মন্দিরে সন্ত্রাসবাদী হামলার হুমকি । মন্দিরের পরিক্রমা পথে বুধি মা মন্দিরের দেওয়ালে হুমকিমূলক বার্তা লেখা মিলেছে । তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও উল্লেখ করা রয়েছে এবং তাঁকেও হুমকি বার্তা দেওয়া হয়েছে ৷ এর সঙ্গে ফোন নম্বরও দেওয়া আছে । এই ঘটনা প্রকাশ্যে আসতেই বুধবার পুরীতে শোরগোল পড়ে গিয়েছে ।

জানা গিয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণ পাশের পরিক্রমার পথ বুধি মা মন্দিরের দুটি দেওয়ালে হুমকিমূলক বার্তা লেখা আছে । একদিকে লেখা আছে, জঙ্গিরা মন্দিরটি ধ্বংস করবে । অন্যদিকে, হুমকিমূলক বার্তায় কিছু ফোন নম্বর দিয়ে তাতে কল করতে বলা হয়েছে ৷ নাহলে বড় ধরনের মূল্য দিতে হবে । সূত্রের খবর, ঘটনার তথ্য পাওয়ার পর পুরীর পুলিশ তদন্ত শুরু করেছে । সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সন্দেহভাজনদের শনাক্ত করার এবং এই ধরনের কাজের পিছনে তাদের উদ্দেশ্য খুঁজে বের করার প্রচেষ্টা শুরু করা হয়েছে । তবে কে এবং কেন এই কাজ করেছে তা এখনও জানা যায়নি ৷

পুরীর মন্দিরের অনেক জায়গায় সিসিটিভি লাগানো আছে । মন্দিরের পরিক্রমা পথে এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও, বুধি মা’র মন্দিরে এই লেখা কে এবং কখন লিখেছে, সেখানে নিযুক্ত নিরাপত্তারক্ষীরা কী করছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে । স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, পুলিশ অবিলম্বে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যারা এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক । এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সমীর সামন্ত্রয় বলেন, “অবশ্যই নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি রয়েছে । নইলে এরকম জঙ্গি হামলার হুমকি দেওয়ালে লেখা হয় কী করে । পুলিশ সঠিকভাবে টহল না দেওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে । পুলিশের উচিত এটি সঠিকভাবে তদন্ত করা এবং কঠোর ব্যবস্থা নেওয়া ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *