পুলিশি হেফাজত থেকে পলাতক বিধায়ক, হদিশ পেতে অবশেষে শুরু হল ব্যাপক চিরুনি তল্লাশি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পুলিশি হেফাজত থেকে পলাতক বিধায়ক। ধর্ষণ ও প্রতারণা মামলায় অভিযুক্ত পঞ্জাবের শাসকদল বা আম আদমি পার্টির বিধায়ক হরমিত সিং ধিলন পাঠানমাজ্রাকে খুঁজতে নেমে পড়েছে পুলিশ। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। কিন্তু কীভাবে পালিয়ে গেল অভিযুক্ত? সর্বভারতীয় সংবাদমাধ্যমেরে প্রতিবেদন অনুযায়ী, সনৌরের বিধায়ককে যখন স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়, সেই সময় হঠাৎ নিজের সাঙ্গপাঙ্গদের ডেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ওই অভিযুক্ত বিধায়ক। আহত হন বেশ কয়েকজন। তারপর একটি SUV চেপে দ্রুত এলাকাছাড়া হয় অভিযুক্ত। এদিকে এই গাড়ি নিয়ে রওনা দেওয়ার সময় একজন পুলিশকে প্রায় চাপাই দিয়ে দেয় ধর্ষণে অভিযুক্ত বিধায়ক।

উল্লেখ্য, কেজরির দলের বিধায়কের এই কাণ্ডে ব্যাপক হুলুস্থুল পড়েছে গোটা পঞ্জাব জুড়ে। শাসকদলেও বেড়েছে চরম অস্বস্তি। তবে এই প্রসঙ্গে এখন ভগবন্ত মান সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানা গেছে , অভিযুক্ত বিধায়কের সঙ্গে দলের সম্পর্ক খুব একটা ভাল নয়। আপের মধ্যে তিনি বরাবরই ‘প্রতিবাদী মুখ’। সনৌরের ওই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও ২০২১ সালে ফের জিরাকপুরের এক মহিলার সঙ্গে বিয়ে করেন । পরবর্তীতে কয়েক বছর পর ওই মহিলাই তার বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ এবং ব্ল্যাকমেল-সহ একাধিক অভিযোগ দায়ের করেন। তবে সেই সকল অভিযোগকে কোনও দিনই মান্যতা দিতে চাননি অভিযুক্ত বিধায়ক। তাঁর সাফ কথা, এটা একটা বিরাট রাজনৈতিক ষড়যন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *