পুলিশ আধিকারিক অমিতাভ মল্লিক হত্যা মামলায় অবশেষে গ্রেপ্তার হল আইজিএসএফের আধিকারিক প্রকাশ গুরুং
দার্জিলিং :পুলিশ আধিকারিক অমিতাভ মল্লিক হত্যা মামলায় অবশেষে গ্রেপ্তার হল আইজিএসএফের আধিকারিক প্রকাশ গুরুং । অবশেষে দার্জিলিং পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রকাশ গুরুং গ্রেপ্তার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দার্জিলিংয়ে। অবশেষে পুলিশ অবস্থার সামাল দেয়। জানা গেছে বহুদিন ধরেই ফেরার ছিলেন এই প্রকাশ গুরুং তার বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ থাকলেও তাকে গ্রেফতার করতে পারা যাচ্ছিল না পুলিশ। এদিকে এই ঘটনাকে ঘিরে দিনের পর দিন ক্ষোভ ক্রমশ বেড়ে চলেছিল, অবশেষে এদিন সকালে নিজের এলাকা থেকেই গ্রেপ্তার করা হয় প্রকাশ গুরুং কে। তিনি অবশ্য কিছু বলতে চাননি এই বিষয়।
