পুলিশ কলকাতায় অস্ত্র পাচারের ছক রুখে দিল ভোটের আগেই , এক মহিলা-সহ মোট ২ জন গ্রেপ্তার বাবুঘাটে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :পুলিশ খাস কলকাতায় বেআইনি অস্ত্র পাচার রুখে দিল ভোটের আগেই। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র-সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বাবুঘাট এলাকা থেকে। তাদের জেরা করে ময়দান থানার পুলিশ এই অভিযানে যুক্ত আরও একজনের খোঁজ পায়। তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

এখনও ঘোষণা করা হয়নি চলতি বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। তবে এদিকে ভোটের আগে থেকেই কলকাতা ও রাজ্য পুলিশও তত্‍পর যে কোনওরকম বেআইনি অস্ত্র পাচার, বোমা তৈরির মতো ঘটনা আটকাতে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশিও চালানো হচ্ছে এমনকি একাধিক জায়গায়। আর ঠিক সেভাবেই এদিন রুখে দেওয়া সম্ভব হয়েছে বড়সড় পাচার চক্র।

ময়দান থানার আরও পুলিশ জানিয়েছে, গোপন সূত্র মারফত্‍ খবর পাওয়ার পর স্ট্র্যান্ড রোডে বাবুঘাট বাস স্ট্যান্ডে নজরদারি চালায় পুলিশের একটি দল। এরপরই পুলিশের জালে অস্ত্র-সহ দুই সন্দেহভাজন ধরা পড়ে সকাল সাড়ে ৬টা নাগাদ। বছর তেইশের শাহরুখ মিস্ত্রি ও ৩৭ বছরের ইয়াসমিন বেগমকে ইডেন গার্ডেন রেল স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ছ’টি ৯এমএম পিস্তল ও ১২টি ম্যাগাজিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *