পেঁয়াজের দাম রেকর্ড ছাপিয়ে বৃদ্ধি পেল ৪০০ শতাংশ
বেস্ট কলকাতা নিউজ : দেশজুড়ে পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে জল আসার অবস্থা আম-আদমির চোখে ৷ পেঁয়াজের লাগামছাড়া দামে নাভিশ্বাস অবস্থা আমজনতার৷ অনেকেই সাধের পেঁয়াজ কে রাখছেন না প্রতিদিনের মেনুতে৷পেঁয়াজের ব্যবহার অনেক কমেছে তরকারি রান্নাতেও৷ পেঁয়াজের দাম বেড়েই চলেছে চলতি বছরের মার্চের পর থেকেই ৷ মার্চের পর থেকে এখনও পর্যন্ত দেশে পেঁয়াজের দাম বেড়েছে ৪০০ শতাংশেরও বেশি৷
তবে মিলেছে স্বস্তির খবরও৷ বাইরে থেকে আমদানি করা হচ্ছে পেঁয়াজ৷ আমদানির পেঁয়াজ ঢোকায় দেশের বাজারেও পেঁয়াজের দাম কমতে শুরু করবে বলে অনেকেই বেশ আশাবাদী ৷ এ বছরের পেঁয়াজের দাম চড়া শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসের পর থেকেই ৷ কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানিয়েছেন, দেশে পেঁয়াজের দাম ৪০০ শতাংশেরও বেশি বেড়েছে৷ দেশের বাজারে পেঁয়াজের গড় খুচরো মূল্য ছিল প্রতি কেজিতে ১৫.৮৭ টাকা ছিল চলতি বছরের মার্চেই ৷ ৩ ডিসেম্বর, সেই তুলনায় তা বেড়ে হয় প্রতি কেজিতে ৮১.৯ টাকা৷দিল্লিতে পেঁয়াজের গড় মূল্য প্রতি কেজিতে প্রায় ৯৬ টাকা৷ মুম্বইয়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০২ টাকা কিলো দরে৷ চেন্নাইয়ের বাজারে পেঁয়াজের বিক্রি প্রতি কেজি ১০০ টাকা দরে৷ পেঁয়াজের দামে ‘রেকর্ড’ কলকাতায়৷ কলকাতার বাজারে ১৪০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ৷