পেটের দায় ধূপকাঠি বিক্রি করছেন বিএড পাস এই যুবক
নিজস্ব সংবাদদাতা : বছর ৩১–এর আশিস সাহা, ১০০ শতাংশ দৃষ্টিহীন। রাজগঞ্জ ব্লকের ভক্তিনগর থানা এলাকার এই যুবক স্নাতকোত্তরের পাশাপাশি বিএড পাশ করেছেন। কিন্তু বিভিন্ন জায়গায় আবেদনের পরেও জোটেনি কোনও চাকরি। তাই পেটের দায়ে বেছে নিয়েছেন ধূপকাঠি বিক্রির পেশাকে।বেলাকোবা শিকারপুর হাটে ধূপকাঠি বিক্রি করার সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় পর তিনি জানান, ২০২২ সালে প্রাইমারি টেট পরীক্ষায় পাশ করেছেন, তবে এখনও হয়নি তার ইন্টারভিউ। এদিকে পরিবারে রয়েছেন বাবা-মা ও দুই ভাই।
ভাইদের মধ্যে সে বড়। মেজ ভাই শুভাশিস সাহা বাবার সঙ্গে চাষবাসের কাজে সহযোগিতা করে। আর ছোট ভাই দেবাশীষ সাহা, সেও ১০০ শতাংশ দৃষ্টিহীন। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে এখন বাড়িতেই থাকে। ফলে বাধ্য হয়েই তাঁকে রাস্তায় নেমে পড়তে হয়েছে ধূপকাঠি বিক্রি করতে। বেলাকোবার শিকারপুর হাট, আমবাড়ি, নকশালবাড়ি, মাটিগাড়া ,শিলিগুড়ি কোর্ট মোড়, শিলিগুড়ি জংশন সহ বিভিন্ন হাটে ঘুরে ঘুরে ধূপকাঠি বিক্রি করে কোনওমতে নিজের দিন চালাচ্ছেন তিনি। এদিন অনুরোধের সুরে আশিস জানান, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁদের মতো দৃষ্টিহীনদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন কোটা করেছেন। সে ক্ষেত্রে তাঁকে অন্তত চুক্তি ভিত্তিক হিসাবে একটা চাকরির সুযোগ করে দিলে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন।