পোর্ট ট্রাস্ট হুগলি নদীর নীচে টানেলের পরিকল্পনা নিল ট্রাক চলাচলের জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা পোর্ট ট্রাস্ট হুগলি নদীর তলা দিয়ে টানেল তৈরির চিন্তা-ভাবনা করছে ট্রাক চলাচলের জন্য৷কলকাতা পোর্ট ট্রাস্ট এই পরিকল্পনা গ্রহণ করেছে নদীর এক পাড় থেকে আর অপর পাড়ে ট্রাক যাতে সহজে যাতায়াত করতে পারে,তার জন্য৷ এর ফলে আশা করা হচ্ছে শহরের রাস্তা ঘাটে যানজট কমবে বলেও৷

হুগলি নদীর তলা দিয়ে সফলভাবে টানেল তৈরি করা হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে৷ পোর্ট ট্রাস্টের কর্তারা মেট্রো টানেলে অনুপ্রাণিত হয়ে নদীর তলা দিয়ে রাস্তা তৈরি করতে চাইছেন কন্টেনার ট্রাক চলাচলের জন্য৷ একজন বিশেষজ্ঞকে নিয়োগ করা হতে পারে এই কাজের জন্য৷ এই বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন সমস্ত বিষয় খতিয়ে দেখে৷ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার আরো বলেন, হুগলি নদীর তলা দিয়ে কন্টেনার চলাচলের জন্য টানেল তৈরি করা হলে ৭০০ -৮০০ ট্রাকের ভিড় শহরের রাস্তা থেকে কমে যাবে বলেও মনে করা হচ্ছে৷ টানেল তৈরি হতে পারে গার্ডেনরিচ সার্কুলার রোড, খিদিরপুর রোড, হেস্টিংস এবং দ্বিতীয় হুগলি সেতু হয়ে৷ হুগলির অপর এক দিকে হাওড়ায় শেষ হবে এই টানেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *