প্রচন্ড গরমে শিলিগুড়ি সূর্যসেন পার্কে বৃক্ষরোপন কর্মসূচি মেয়র গৌতম দেবের
শিলিগুড়ি : প্রচন্ড গরমে পুড়ছে শিলিগুড়ি, মানুষও নাকাল হয়ে পড়েছেন প্রচন্ড দাবদাহে, আর সেই কারণেই মেয়র গৌতম দেবের ঘোষণা যতটা পারাও গাছ লাগাও। পরিবেশকে রক্ষা করবে গাছ। একটা গাছ যে কতজন মানুষের প্রাণ বাঁচাবে সেই ধারণা আমাদের নেই। মেয়র জানিয়েছেন শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করতে হবে। যেটা একেবারেই শুরু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ গাছ না লাগালে পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে, তার প্রমাণ আমরা পাচ্ছি প্রতিদিনই, দিন থেকে রাত একই আবহাওয়া ঘেমে নিয়ে বাড়িতে ঢুকছি। শিলিগুড়িতে সাম্প্রতিক কালে এতটা গরম মানুষ অনুভব করেনি। কারণ ছেলেগুলির গরম তো প্রকৃতির গরম নয়, বাড়ির পর বাড়ির ফ্ল্যাটের পর ফ্ল্যাট হচ্ছে, আর কাটা পড়ছে গাছ। তাই আমরা ঠিক করেছি এবং আমি সমস্ত কাউন্সিলরদের নির্দেশ দিয়েছি গাছ লাগাতে। এর জন্য আমাদের ফাঁকা জায়গা গুলি বেছে নিতে হবে।
তিনি আরো জানান শিলিগুড়িতে বিভিন্ন স্কুলে আমি গাছ লাগানোর নির্দেশ দিয়েছিলাম অনেকদিন আগের থেকে, যেটা এখনো ঠিকভাবে কার্যকরী করা হয়নি। তবে এই বছর সেপ্টেম্বর মাসের মধ্যে শিলিগুড়িতে গাছ লাগানো হবে। এদিন সূর্যসেন পার্কে ভিতরে মেয়র গৌতম দেব ছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর কমল আগরওয়াল এবং অন্যান্য এমএমআইসিরা। উপস্থিত ছিলেন মহানন্দা পাড়ার বেশকিছু স্কুলের ছাত্র-ছাত্রীরাও।