প্রচারে গিয়ে ক্ষোভের মুখে বিজেপী বিধায়ক, জানালেন সব তৃণমূল কংগ্রেসের চক্রান্ত
নিজস্ব সংবাদদাতা : গতকাল সকালে ডাবগ্রাম -ফুলবাড়িতে গিয়ে বিজেপীর হয়ে প্রচার করতে গিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপী বিধায়ক শিখা চ্যাটার্জী। আজ সকালে তিনি ওই এলাকায় গেলে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান বিধায়ক কোন খবরই রাখেন না তাদের, তিন বছর হয়ে গেল এলাকার কোন কাজই সম্পুর্ন হয় নি। বিধায়ক নিজে তো আসেনই না, কাউকে পাঠান ও না। এলাকার কোন সমস্যায় তাকে পাওয়া একেবারেই দুর অসত। আজকে ভোটের সময় চলে আসতেই তিনি চলে এসেছেন ভোটের কারনে। বাসিন্দাদের বিক্ষোভে কিছুটা হকচকিয়ে গেলেও শিখা চ্যাটার্জী পরে জানান এই সবকিছু তৃণমূল কংগ্রেসের কারসাজি। তাদের কাউন্সিলার নিজে আসেন না আর তাই তার দায় নিতে হচ্ছে আমাকে বলে জানান বিধায়ক। পরে বিজেপীর সমর্থকেরা এসে বিধায়ককে ছাড়িয়ে যান।