প্রতিকূল আবহাওয়ার কারনে পর্বতারোহনে গিয়ে আটকে পড়লেন উত্তরবঙ্গের পর্বত আরোহীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : বেশ কয়েকদিন ধরে, লাদাখ সহ হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের কারণে বিধ্বস্ত। এমন পরিস্থিতিতে, উত্তরবঙ্গ থেকে আয়োজিত পোলোগাঙ্কা পর্বত শৃঙ্গ অভিযানের অভিযাত্রীরা এই প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে পোলোগাঙ্কা পর্বত শৃঙ্গের বিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে সক্ষম হন, কিন্তু আবহাওয়ার অবনতি হলে তাদের সেই উচ্চতা থেকে ফিরে আসতে হয়। তবে, খবর পাওয়া গেছে সমস্ত অভিযাত্রী সুস্থ আছেন বলে এবং এদিন অর্থাৎ ১৫ জুলাই, তারা বেস ক্যাম্প থেকে মানালির উদ্দেশ্যে রওনাও হয়।

এদিকে এর উপরে আরও সমস্যা তৈরি হয়েছে খাবারের জন্য, যতদিন আটকে থাকছেন খাবারের পরিমাণ কমে আসছে, এবং খাবার জোগাড় করতে সমস্যার মধ্য পরতে হচ্ছে উত্তরবঙ্গের পর্বত আরোহীদের । খাবারের যোগান কমে যাওয়ায় প্রবল চিন্তার মধ্যে পড়ে উত্তরবঙ্গের আরোহীরা। তারপর ঠান্ডা থাকার কারণে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন তারা। তারা জানিয়েছেন অনুকূল অবস্থা হলে তবেই তারা পাহাড় থেকে নিচে নেমে আসবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *