প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হল শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ
শিলিগুড়ি : ষ্টেডিয়াম শুধুমাত্র খেলার জন্য। এখানে অন্য কোন কিছু হতে দেওয়া যাবে না। এইভাবে প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হলেন বিধায়ক শঙ্কর ঘোষ। আজ কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামের সামনে বিজেপী সমর্থকদের নিয়ে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হলেন বিধায়ক। আজ। বিকেলে ষ্টেডিয়ামের সামনে সমর্থকদের সাথে বিক্ষোভ জানাতে গিয়ে গ্রেপ্তার হলেন বিধায়ক। বিধায়ক জানান মুখ্যমন্ত্রী নিজে বলেন ষ্টেডিয়াম শুধুমাত্র খেলার জন্য। তাই আমরাও সেই সময় সেই কথাগুলোকে সমর্থন করেছিলাম। এবার মুখ্যমন্ত্রী নিজেই ষ্টেডিয়ামে খেলা বন্ধ করে সভা করতে চলেছেন। শিলিগুড়ির সমস্ত মানুষ ক্ষুদ্ব এই ঘটনায়। কাঞ্চনজংঘা ষ্টেডিয়াম জুড়ে যেভাবে গর্ত খোড়া হয়েছে সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। আমি এবং গোটা বিজেপী দল তীব্র ভাষায় এর প্রতিবাদ করছি।
বিধায়ক আরও জানান আমাদের ষ্টেডিয়ামকে রক্ষা করতে হবে। আর তৃণমূল সরকারে থেকেও মাঠ নিয়ে প্রচণ্ডভাবে রাজনীতি করে যাচ্ছে। এইভাবে দিনের পর দিন চলতে থাকলে বাংলাতে শিক্ষা, সংষ্কৃতি এবং খেলাধুলা বলতে কিছুই আর অবশিষ্ট থাকবে না। শিলিগুড়ির মানুষ চান শিলিগুড়িতে খেলাধুলোর সুনাম বজায় থাকুক। তাই শিলিগুড়ি বাংলার মধ্যে এত উজ্জ্বল। এবারে বিধায়ক নিজেই জানান বিজেপী বাংলার সংষ্কৃতিকে ধরে রাখতে চায়। তাই বিজেপী এই মাঠকে বাচিয়ে তুলতে মাঠে নেমে পড়েছে। আমাদের দল বাংলাকে একটা সুষ্ঠু পরিবেশ দিতে চায় যেটা তৃণমূল সরকারে থেকেও দিতে পারছে না। বিধায়ক সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রী আসার কারনে কোন মিটিং এবং মিছিল করতে নিষেধ করেছিল পুলিশ আজ সেই নিষেধ অমান্য করেই গ্রেপ্তার বরন করলেন বিধায়ক।