প্রধান শিক্ষক ঘেরাও হল চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযােগে
বেস্ট কলকাতা নিউজ : এবার গ্রামবাসীরা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখালেন এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযােগে। এমনকি রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে আটক করে থানায় নিয়ে আসে অভিযুক্ত শিক্ষককেও। এদিকে পুলিশ জানিয়েছে লিখিত অভিযােগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও। শ্লীলতাহানির শিকার হওয়া ওই ছাত্রীর মা বলেন, “আজ ছাত্রছাত্রীদের স্কুল থেকে ডেকে পাঠানাে হয়েছিল রেজাল্ট দেওয়া হবে বলে। রেজাল্ট নিয়ে স্কুল থেকে ফিরে এসে মেয়ে আমাকে ভয়ে ভয়ে জানায়, স্কুলের প্রধান শিক্ষক খারাপ ব্যবহার করেছে ওর শরীরে হাত দিয়ে।
এদিন হতেই স্থানীয়রা চরম ক্ষোভে ফেটে পড়েন এই ঘটনার বিষয় জানাজানি হতেই । স্কুলে গিয়ে এমনকি ওই প্রধান শিক্ষককে আটক করে তারা বিক্ষোভও দেখান। তাঁকে মারধরও করা হয়েছে বলেও অভিযােগ উঠেছে। গ্রামের এক বাসিন্দা বলেন, “আমরা এরকম শিক্ষককে চাইনা। এই স্কুল থেকে বদলি করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হােক তাঁর বিরুদ্ধেও।’উত্তর দিনাজপুর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান আরও বলেন, এই অভিযােগকে গুরুত্ব দিয়ে আমরা দেখছি। যদিও এমন অভিযােগ পরে মিথ্যা বলে প্রমাণিত হয়ে অনেক ক্ষেত্রেই।