প্রবল কনকনে শীতে বিক্রি ক্রমশ বেড়েছে গরম জামাকাপড়ের
শিলিগুড়ি : শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডায় বিক্রি বেড়েছে গরম জামাকাপড়ের। গতমাসে একেবারেই ঠান্ডা না পড়ায় একেবারে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন গরম জামাকাপড়ের বিক্রেতারা। ভেবেছিলেন এইভাবে হয়ত এই বছর তাদের কাটাতে হবে। তারা একেবারেই বুঝতে পারছিলেন না এবারে কি করা উচিত। কিন্তুু জানুয়ারী মাসে পুরোপুরি চিত্রটা উলটে যায়। তাপমাত্রা একেবারেই নেমে যায় শিলিগুড়িতে। আর সন্ধ্যায় ভীড় জমে যায় গরম জামাকাপড় এর দোকানে। গত কয়েকদিন ধরে ভীড় উপচে পড়ছে শিলিগুড়ির বিভিন্ন গরম জামাকাপড় এর দোকানগুলিতে। মানুষ যাদের বয়স আট থেকে আশি সবাই নিজেদের পছন্দসই গরম জামাকাপড় কিনতে চলে আসছেন। এই ব্যাপারে শীর্ষে আছেন শিলিগুড়ির ভূটিয়া মার্কেটে। সেখানে সন্ধ্যায় লাইন দিতে হচ্ছে ক্রেতাদের। বিক্রি এত বেড়েছে যে ভাবাই যায় না কদিন আগে একেবারেই ভীড় ছিল না। তবে শীত আর কতদিন থাকবে সেটা নিয়েও দ্বিধায় আছেন তারা। তবে একটা কথা না বললেই নয় গত কয়েকদিনে শিলিগুড়ির ঠান্ডা না পড়ার বদনাম অনেকটাই মিটিয়ে দিয়েছে এই হঠাৎ পড়ে যাওয়া ঠান্ডা। আর কতদিন থাকবে সেটা আপাতত সময়ই বলবে।