তলানিতে এসে ঠেকেছে আয় , ব্যাহত হতে পারে হাওড়া-কলকাতার মধ্যে ফেরি চলাচল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি পুজোর মুখেই পড়তে চলেছে বেশ বড়সড় আর্থিক সংকটের মুখে । আর তার জেরেই প্রায় ৩০০ কর্মী বেতনহীন হতে চলেছে পুজোর মরশুমেই । যার জেরে ফেরি পরিষেবা একরকম অনিশ্চিত হয়ে পড়েছে হাওড়া-কলকাতার একাধিক রুটে। সমিতির কর্মীদের আরও দাবি, বিপদ আরও ক্রমশ বাড়বে অবিলম্বে রাজ্য সরকার কোনো রকম আর্থিক সাহায্য না করলে। গতকাল হাওড়া ফেরিঘাটে কর্মীরা জমায়েত করে এক প্রস্তর আলোচনা করেন অচলাবস্থা কাটাতে। সরকারকে ফের একটি চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই আলোচনার পরই ।

প্রসঙ্গত , কর্মীরা পরিষেবা কার্যত অনিশ্চিত বলে জানিয়েছেন হাওড়া-বাবুঘাট , হাওড়া-বাগবাজার , হাওড়া-ফেয়ারলি , রামকৃষ্ণপুর-বাবুঘাট , মেটিয়াবুরুজ-নাজিরগঞ্জ ,বজবজ-বাউরিয়ার মতো একাধিক রুটে।এদিকে এই প্রসঙ্গে কোনওরকম মন্তব্য করতে চাননি রাজ্যের সমবায় মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *