প্রবল বর্ষার কারনে বিপর্যয় সিকিমে একেবারেই বন্ধ সব গুরুত্বপূর্ণ পরিষেবা
নিজস্ব সংবাদদাতা : গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারনে সিকিমের জনজীবন একেবারেই বন্ধ হয়ে গেছে। বিশেষ করে উত্তর সিকিমে প্রচণ্ড বৃষ্টির কারনে রাস্তায় আটকে গেছে বহু গাড়ি, যাতায়াতের পথে আটকে গেছে বহু পর্যটক বোঝাই গাড়ি। বিশেষ করে সন্ধ্যায় সিকিম বিশেষ করে উত্তর সিকিমের অবস্থা প্রচণ্ডভাবে খারাপ হয়ে পড়ে। সিকিমের বিভিন্ন রাস্তায় গত কয়েকদিন ধরে বৃষ্টির কারনে একেবারেই খারাপ হয়ে পড়েছে। আটকে পড়ে গেছেন বহু পর্যটক যারা বাংলার বাইরে এমনকি দেশের বাইরেও থাকেন।সিকিম সরকার গত দুদিন ধরে মাইকে ঘোষনা করে জানাচ্ছে এবং অনুরোধ করছে পর্যটকেরা যেন কোনভাবেই সিকিমে আসার চেষ্টা না করে। উত্তর সিকিম থেকে শিলিগুড়িগামী বহু গাড়ি রাস্তায় আটকে পড়ায় বিপদে পড়ছেন পর্যটকেরাও। বহু পর্যটক অতিরিক্ত টাকা দিয়ে গাড়ি ভাড়া করে কোনভাবে শিলিগুড়িতে আশ্রয় নিচ্ছেন।
এদিকে সিকিম সহ গোটা পাহাড়ি এলাকাজুড়ে বৃষ্টির কারনে জনজীবন একেবারেই থেমে গিয়েছে। তিস্তার জল প্রতিবারই ভয়াবহ রুপ নেয়, এবারও বর্ষা শুরু হয়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে অনেকের মনেই। গোটা পাহাড়ি এলাকাজুড়ে বৃষ্টির কারনে তাপমাত্রা একেবারে নেমে গেছে বলে জানা গেছে। বহু জায়গায় বৃষ্টির কারনে রাস্তা দিয়ে হোটেলে পৌছাতে পারছেন না পর্যটকেরা। সিকিমের বৃষ্টির কারনে আপাতত বন্ধ সিকিম এবং শিলিগুড়ির মধ্যে যাতায়াত। ভয়াবহ রাস্তার কারনে চালকেরাও দিনের বেলা ছাড়া যেতে চাইছেন না পাহাড়ের উদ্দেশ্যে।