কলকাতা শীর্ষে সংক্রমণ ও মৃ্ত্যুর নিরিখে, উত্তর ২৪ পরগণা ঠিক তার পরেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে দু’টি জেলা চিন্তা ক্রমশ বাড়াচ্ছে করোনা সংক্রমণের ক্ষেত্রে৷ জেলা দু’টি হল শহর কলকাতা ও উত্তর ২৪ পরগণা৷ এমনকি অভিযোগ উঠেছে এই দুই জেলার সংক্রমণ ও মৃত্যু কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলেও ৷বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কলকাতায় নতুন করে ফের আক্রান্ত হয়েছে ৮৯৪ জন৷ শহরে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যাটা প্রায় ৮০ হাজার৷ তথ্য অনুযায়ী,৭৯ হাজার ৪৭৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা মোট ৬,৯৬২ জন৷

আরো জানা গেছে, কলকাতায় ১৫ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়৷ বুধবার সংখ্যাটা ছিল ১৮ জন৷ শহরে মোট মৃতের সংখ্যা সব মিলিয়ে দাঁড়িয়েছে ২,১৭২ জন৷ তবে এই পর্যন্ত ৭০ হাজার ৩৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন শহর কলকাতায়৷ একদিনে ৯৩৩ জন৷ অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায় ৮৭৮ জন আক্রান্ত হয়েছে একদিনেই৷ এই পর্যন্ত ৭৪ হাজার ৪৩৭ জন মোট আক্রান্ত হয়েছে এই জেলায়৷ আর গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়৷ তার ফলে এই জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১,৫৪১ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *