প্রায় ২২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মাটিগাড়াতে গ্রেফতার হল এক এস এস বি জাওয়ান
শিলিগুড়ি : ২২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ নিয়ে গ্রেপ্তার হলেন মাটিগাড়ার এক এসএসবি জওয়ান। নাম বিনোদ রায় ( পরিবর্তিত) তিনি চাকরি দেওয়ার নাম করে, ভুল লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। তার বিরুদ্ধে স্থানীয় মানুষের অভিযোগ, তিনি বহু মানুষের কাছে তাদের ছেলেমেয়েদের এবং তাদের সন্তানদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার কথায় ভুলে গিয়ে চাকরি করবার কারণে তাকে টাকা দিয়ে বসেন। স্থানীয় লোকেরা। বহুদিন ধরে তার বিরুদ্ধে মাটিগাড়া থানায় ক্রমাগত অভিযোগ আসছিল। এস এস বি জাওয়ান হওয়ার কারণে সমস্যা তৈরি হয়েছিল। অবশেষে তাকে জিজ্ঞাসাবাদ করে আটক করে পুলিশ। এরপর তাকে গ্রেফতার করা হয়। এদিকে জেরায় সে জানায় সে সম্পূর্ণ নির্দোষ। তাকে অযথা হেনস্থা করা হচ্ছে।