রাস্তার খোলা খাবার ও সরবত খাবেন না, আবেদন জানালো কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাস্তার খোলা খাবার ও খোলা শরবত না খাওয়ার জন্য কলকাতা বাসী কে আবেদন জানালেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বলেন, “কলকাতা শহরে অভিযান চালানো হচ্ছে খাদ্য নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে । ইতিমধ্যেই আমরা বিজ্ঞাপন দেওয়া শুরু করেছি কলকাতা শহর জুড়ে । সাধারণ মানুষের কাছে আমরা পুরসভা র তরফ থেকে আবেদন করছি এই গরমের মরশুমে তারা যেন কোনো ভাবেই রাস্তার খোলা শরবত ও খোলা খাবার না খায়।”

ডেপুটি মেয়র অতীন ঘোষ আর বলেন, “যারা দোকানে খাবারের ব্যবসা করে আমাদের তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু যারা ব্যবসা করে রাস্তার ধারে ছোটো ছোটো দোকান করে সেখানকার খাবারের নমুনা আমরা সংগ্রহ করছি। এই দোকানগুলির জন্য যেহেতু কোনও আইনএর আওতায় নেই, তাই তারা ভেজাল খাবার বিক্রি করলে তাদের খাবার বাজেয়াপ্ত করে আমরা তাদের সতর্ক করব। মৃতদেহ রাখা ও মাছ রাখার জন্য যে বরফ ব্যবহার করা হয় তা অনেক সময় ব্যবহার করে থাকে এই রাস্তার ধারে শরবতের দোকানগুলি । মানুষেরা এই শরবত খেলে তাদের লিভার ও পেটের সমস্যা হবে। তাই আমরা তাদেরকে বলব রাস্তার খোলা খাবার কোনোমতেই খাবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *